Description
সামনের মাসে তোমায় একটা পাহাড় কিনে দেবো
পাহাড় একটা আবেগের নাম, ভালোবাসার নাম। ভালোবেসে ভালোবসার মানুষকে আমরা কতকিছুই না দিতে চাই, হোক না সেটা আমাদের ভালোবাসার কিছু। পাহাড়কে ভালোবেসে কেউ ঘর বাধতে চাই পাহাড়ে আবার কেউবা পুনঃজন্ম নিতে চাই এই পাহাড়েরই কোলে। কেউবা আবার ভালোবেসে প্রিয়জনের কাছে আস্ত একটা পাহাড়ই চেয়ে বসে।